রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নির্বাপণ করেন।
শনিবার (১৯ জুলাই) রাত পৌনে আটটার দিকে পল্লবীর সিরামিকস রোডে বিকল্প পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, রাত পৌনে আটটার দিকে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কে বা কারা আগুন দিয়েছে, সেটা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে, মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দু'টি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। যদিও এ ঘটনার বাইরে রাজধানীতে আর কোনও বাসে আগুন লাগার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান জানান, শনিবার (১৯ জুলাই) রাত ৭টা ৪২ মিনিটে মিরপুর সিরামিকস রোডে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে আমাদের একটি ইউনিট রাত ৮টা ১৯ মিনিটে আগুন নির্বাপণ করে। বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। ফলে হতাহতের কোনও সংবাদ নেই।
এদিকে, বাসে আগুন লাগার আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ফেসবুক ব্যবহারকারীরা দাবি করেন, রাতে শ্যামলীতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান বলেন, কোনও সামাজিক যোগাযোগমাধ্যমে কোন ভিডিও ছড়ানো হচ্ছে, তা আমরা জানি না। শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুরে একটি বাসে আগুন লাগার সংবাদ আমাদের কাছে রয়েছে।