মিরপুরে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দেশের এই সাফল্য মাঠে বসে দেখেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছেলে আরহাম ইকবালকে নিয়ে মাঠে এসেছিলেন তিনি। ম্যাচ শেষে জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন তামিম। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সবাইকে বাংলাদেশ দলের পাশে থাকার অনুরোধ করেন।

এক প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘শেষ কিছুদিন ধরে যখন ফলাফল হচ্ছিল না, অনেক ধরনের আলোচনা হচ্ছিল। আমার কাছে মনে হয় এই দলটির এই জয় প্রাপ্য। বাংলাদেশের ক্রিকেটের ভক্ত যারা আছেন, তাদের প্রত্যেকের এটা প্রাপ্য। এটা খুবই তরুণ একটা দল। যখন পারফরম্যান্স ভালো হয় না, অনেক সমালোচনা হয়। তাদের আত্মবিশ্বাসের জন্য এই জয়টি গুরুত্বপূর্ণ।’

তামিমের অবসরের পর বাংলাদেশের ওপেনিংয়ে বড় এক শূন্যতা তৈরি হয়েছে। সেটা কিছুটা হলেও পূরণ করেছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দুই ওপেনার দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন। একদিন ইমন প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোরান তো, আরেকদিন জুনিয়র তামিম। গত ১০ ম্যাচে তানজিদের ২১ ছক্কা আর ৯ ম্যাচে ইমনের ১৯ ছক্কা। 

দুই ওপেনারকেই প্রশংসায় ভাসিয়েছেন তামিম, ‘খুবই চমৎকার লাগে (তানজিদ-ইমনের ছক্কা)। আমার মনে হয় তারা খুবই সামর্থ্যবান ব্যাটার। আশা করি তারা সবরকমের সাফল্য পাবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews