বাটলার: আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। যদিও আমরা এখনই অনেক বড় কিছুর আশা করে ফেলছি। আমরা তো মাত্রই কোয়ালিফাই করলাম, এখন বাস্তবমুখী পরিকল্পনা করতে হবে এবং আমাদের প্রত্যাশাগুলো সঠিকভাবে সাজাতে হবে। এখানে বেশি আশা করে কম পাওয়াটা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি, আমাদের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি বাস্তবসম্মত হওয়া উচিত। সেই সঙ্গে এমন সব প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে, যারা আমাদের পরীক্ষা নেবে। মনে রাখবেন, একটা দল বোর্ডরুম বা অফিসে উন্নতি করে না, খেলোয়াড় আর দল শুধু এক জায়গায় উন্নতি করে—সেটা হলো ট্রেনিং গ্রাউন্ড। আমি মিছে স্বপ্ন দেখাতে চাই না, আমি একজন বাস্তববাদী মানুষ।