বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর ঢাকায় হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশীপ। কিন্তু করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যায় 'দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ' খ্যাত এ ফুটবল টুর্নামেন্ট। 

নতুন করে চলতি বছরের সেপ্টেম্বরে সাফের নতুন দিনক্ষণ নির্ধারণ করে সাউথ এশিয়ান ফুটবল কনফেডারেশন। 

১৪-২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধুতে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল সাফ ফুটবল। আর ১৩-২২ জুলাই হওয়ার কথা অনূর্ধ্ব-১৯ মহিলা সাফ। তবে এই দুটি টুর্নামেন্ট এগিয়ে আনা হয়েছে। সেপ্টেম্বরের পরিবর্তে এক মাস আগে অর্থাৎ আগস্টে হবে সাফ চ্যাম্পিয়নশীপ। 

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, 'ঈদের কারণে নারী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে চার পাঁচদিন এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপও এগিয়ে আসবে। ভারতের অংশগ্রহণ নিশ্চিতের জন্য টুর্নামেন্টটি আগষ্টের শেষ সপ্তাহে ফিফা উইন্ডোতে শুরু করবো।'

সাফ চ্যাম্পিয়নশিপ ঢাকায় অনুষ্ঠিত হলেও নারী সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সাফের এই কর্মকর্তা। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews