ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে ইরান কি হরমুজ প্রণালি বন্ধ করে দেবে—এই প্রশ্ন এখন বাণিজ্য ও সমরবিশারদদের মনে ঘুরপাক খাচ্ছে। তাঁরা মনে করছেন, এই হরমুজ প্রণালি ইরানের হাতে থাকা অদৃশ্য বোমার মতো। যদিও বিশ্লেষকেরা বলছেন, ইরানের পক্ষে হরমুজ প্রণালি বন্ধ করা সম্ভব নয়।
ইরান এই প্রণালি বন্ধ করে দিলে তেলের দাম অনেকটাই বেড়ে যাবে, এবং সেই সঙ্গে, ইরান-ইসরায়েল চলমান যুদ্ধ দীর্ঘায়িত হবে। তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে আবারও মূল্যস্ফীতি বাড়বে। ব্যাহত হবে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম। খবর আল–জাজিরার।