আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি—গত পরশু রাতে লিওনেল মেসি এই ঘোষণা দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে উন্মাদনার ঝড়। বুঝতেই পারছেন উন্মাদনার ঝড়টা মেসিকে ঘিরেই। মেসি আসছেন, এই খবর পেতেই ইন্টার মায়ামিতে মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম এক লাফে বেড়েছে ১০ গুণ। পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যা রকেট গতিতে বাড়ছে!

সবকিছু ঠিকঠাক থাকলে ইন্টার মায়ামির জার্সি গায়ে মেসির প্রথম মাঠে নামার কথা ২১ জুলাই। ম্যাচটি হওয়ার কথা মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে। মেসির আগমনের খবরে লিগ কাপের সেই ম্যাচের টিকিটের দাম এরই মধ্যে ১০ গুণের বেশি বেড়েছে। মঙ্গলবার পর্যন্তও ঐ ম্যাচের টিকিটের বাজার দর ছিল ৯০০ ডলার। তা বেড়ে এখন ৯ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ৭৪ হাজার ২৩৭ টাকা।

শুধু কি টিকিটের দাম? মেসির সুখবরের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাত্র ১২ ঘণ্টায় ইনস্টাগ্রামে ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যা বেড়েছে ৩৫ লাখ! স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘মার্কা’ জানিয়েছে, মেসি যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার আগে ইনস্টাগ্রামে ক্লাবটির অনুসারীর সংখ্যা ছিল মাত্র ১০ লাখ। মেসির ঘোষণার ১২ ঘণ্টা পরই তা বেড়েছে ৪৫ লাখ! এতক্ষণে সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকেছে কে জানে!

এমএলএসের ক্লাবগুলোর মধ্যে ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যাই এখন সবচেয়ে বেশি। অথচ এতদিন এমএলএসের ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ অনুসারী লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির, ১৪ লাখ! মেসির-সুবাতাসে ১২ ঘণ্টাতেই ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যা তার চেয়ে ৩১ লাখ বেশি। মেসি নামটি কতটা ভারী, তা এরই মধ্যে ভালোভাবেই টের পেতে শুরু করেছে ইন্টার মায়ামি।

এই বিষয়টি পিএসজি যেমন টের পেয়েছে দুবার। প্রথম বার টের পায় ২০২১ সালে, মেসি যোগ দেওয়ার পর পিএসজির অনুসারীর সংখ্যা বেড়েছিল হুহু করে। আবার গত সপ্তাহে মেসি বিদায়ের ঘোষণা দেওয়ার পর ফরাসি ক্লাবটির অনুসারীর সংখ্যা এক ঝাটকায় কমেছে ৮ লাখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews