বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আরিফুল হাসান আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।



বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করেছে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান।







জানা গেছে, গত ১৩ জুলাই ২০২৫ তারিখে ঢাকার ডিএমপি ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় অ্যাডভোকেট আরিফুল হাসান আরিফ এজাহারভুক্ত আসামি। মামলাটি (মামলা নম্বর-২৪) অনুসন্ধানের অংশ হিসেবে ভাটারা থানা থেকে আমতলী থানা পুলিশের সহায়তা চাওয়া হয়। সেই অনুরোধের ভিত্তিতে আমতলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আমতলী থানার ওসি জগলুল হাসান বলেন, ডিএমপি ভাটারা থানায় দায়ের করা মামলায় আসামি হওয়ায় তাদের অনুরোধে আমরা আরিফকে গ্রেপ্তার করেছি এবং তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এসআরএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews