ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার থেকে গার্মেন্টস ও সব ধরনের রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণার পর গতকাল বেলা ১২টার থেকে মহাসড়কে গণপরিবহনের চাপ বাড়তে থাকে। এরপর রাত ৮টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত গণপরিবহন চালুর সিদ্ধান্তের পর বাড়তে থাকে অতিরিক্ত যানবাহনের চাপ। এতে মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

এর আগে গার্মেন্টস ও শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণার পর সকাল থেকেই মহাসড়কটিতে ঢাকামুখী মানুষের ঢল নামে। চাকরি বাঁচাতে লোকজন খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে কয়েকগুণ বেশি ভাড়ায় ঢাকার দিকে রওনা দেয়। পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews