মূলত ডেমোক্রেটিক প্রেসিডেনশিয়াল প্রার্থী জে বাইডেনের ছেলেকে নিয়ে লেখা নিবন্ধ ব্লক করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তারা, সে ব্যাপারে জানবে সিনেট জুডিশিয়ারি কমিটি। বৃহস্পতিবার দুই প্রধান নির্বাহীকে সমন পাঠানোর ব্যাপারে ভোট দিয়েছেন তারা।

রয়টার্স জানিয়েছে, নভেম্বরের ১৭ তারিখে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ ও টুইটার প্রধান জ্যাক ডরসিকে তলবের সিদ্ধান্ত শুক্রবার জানিয়েছে সিনেট জুডিশিয়ারি কমিটি।

কমিটি জানিয়েছে, ‘রক্ষণশীল-বিরোধী পক্ষপাত’ অভিযোগটির ব্যাপারে স্বাক্ষ্য দেবেন প্রধান নির্বাহীরা। নিউ ইয়র্ক পোস্টের নিবন্ধকে ভুল তথ্য হিসেবে আখ্যায়িত করে তা ব্লক করার সিদ্ধান্ত নিয়ে রক্ষণশীলদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফেইসবুক ও টুইটারকে।

অক্টোবরের ২৮ তারিখে সিনেট কমার্স কমিটির সামনেও হাজির হওয়ার কথা রয়েছে জ্যাক ডরসি ও মার্ক জাকারবার্গের। ওই শুনানিতে অবশ্য গুগল প্রধান নির্বাহী সুন্দার পিচাইও উপস্থিত থাকবেন। ইন্টারনেট প্রতিষ্ঠানকে সুরক্ষা দেয় এমন গুরুত্বপূর্ণ এক আইন নিয়ে স্বাক্ষ্য দেবেন তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews