প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকাসহ দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে অনেক রাস্তায় পানি জমে গেছে।



হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন


ভেজা জুতা পরে গাড়ি চালাবেন না


অন্য গাড়ি ও পথচারীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন



গাড়ির সামনের কাঁচের পানি মোছার জন্য ওয়াইপার চালু রাখুন



হেডলাইট জ্বালিয়ে রাখুন


গাড়ির স্পিড কম রাখুন। না হলে ভেজা রাস্তায় গাড়ি থামাতে অতিরিক্ত সময় লেগে যায়


ব্রেক নিতে হলে ধীরে ব্রেক নিন



এরপর আবারো চালাতে শুরু করুন


যদি হঠাৎ করে গাড়ির চাকা পিছলে যায়, আস্তে এক্সিলারেটর থেকে পা সরিয়ে নিন


যদি অতিবৃষ্টিতে আপনার সামনের রাস্তা বা যানবাহন দেখতে সমস্যা হয়, তবে কিছুক্ষণের জন্য গাড়িটিকে নিরাপদে রাস্তার এক পাশে এনে দাঁড় করান


যেসব রাস্তা পানিতে একেবারেই ডুবে গিয়েছে সেগুলোতে গাড়ি সাবধানে চালান


রাস্তার মাঝ বরাবর গাড়ি চালান, কারণ দু-ধারের তুলনায় মাঝে কম পানি জমে


গাড়ি চালানোর সময় অবশ্যই সিটবেল্ট বেঁধে রাখুন



আর এ সময় ফোনেও কথা বলা যাবে না


খুব জরুরি না হলে গাড়ি নিয়ে না বের হওয়াই ভালো।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এইচএ/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews