বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ভারতকে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিন ম্যাচের টি-টোয়েন্টি আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বিরাট কোহলির দল। এই দুই সিরিজে বিশ্রাম দেওয়ার কথা থাকলেও রোহিত শর্মাকে স্কোয়াডে রেখেই দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ফর্মে না থাকলেও ওপেনার শিখর ধাওয়ানকে রাখা হয়েছে স্কোয়াডে। এরই মধ্যে নিজেকে ফিরে পেতে সৈয়দ মুশতাক আলি টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন ধাওয়ান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বলের আঘাতে হাসপাতালেও যেতে হয়েছিল তাকে। তবে, দলের চিকিৎসকরা জানিয়েছেন, ৪/৫ দিনের মধ্যেই পুরোপুরি সেড়ে উঠবেন ধাওয়ান। রোহিত শর্মার মতো দুই স্কোয়াডেই ঠাঁই হয়েছে ভারতীয় এই ওপেনারের।

বাংলাদেশের বিপক্ষে ছন্দে থাকা পেসার মোহাম্মদ শামি ফিরেছেন সীমিত ওভারের ক্রিকেটে। ২০১৭ সালের পর টি-টোয়েন্টির স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ডানহাতি এই পেসার। বিশ্রাম শেষে স্কোয়াডে ফিরেছেন আরেক পেসার ভুবনেশ্বর কুমার।

স্কোয়াডে আছেন রবীন্দ্র জাদেজা, ছিটকে গেছেন ক্রুনাল পান্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অফফর্মে থাকা পেসার খলিল আহমেদকে রাখা হয়নি। হ্যাটট্রিক হিরো দীপক চাহার আছেন দুই স্কোয়ডেই।

ভারতের ওয়ানডে স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, রিষভ পান্ত, মণীশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শিভাম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার।

টি-টোয়েন্টি স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রিষভ পান্ত, মণীশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯

এমআরপি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews