বিএনপির ধানের শীষের প্রতীকের বদলে হাতে গোলাপ ফুল নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় নেমেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর মিরপুরে বাইতুল মোশাররফ জামে মসজিদের সামনে ডিএনসিসির দক্ষিণের মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে ফখরুলকে এ দৃশ্যে দেখা যায়। তবে তাবিথের হাতে ধানের শীষ ছিল।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভিডিও বার্তায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, কারাবন্দি খালেদা জিয়া, নির্বাসিত তারেক রহমান ও দলের প্রধান প্রতীক ধানের শীষের পক্ষে ভোট না চেয়ে যাকে খুশি তাকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

অবশ্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এই এলাকায় বিএনপি মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু ৭নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে গোলাপ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সে কারণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রচারণার সময় গোলাপ ফুল হাতে ছিল। মহাসচিব গোলাপ প্রতীকে দলের সমর্থিত কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেনের জন্য ভোটারদের কাছে ভোট আহ্বান করেন।

তাবিথের প্রচারণায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয়সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী শাহাদাত সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআরএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews