বিজ্ঞানের অগ্রগতি - যুগে যুগে বিভিন্ন পরিমন্ডলে বিস্তার লাভ করেছে বিজ্ঞান, যার ধারাবাহিকতায় সভ্যতার অগ্রযাত্রা অব্যাহত থেকেছে সব সময়। এর কারণে নানা যুগ পেরিয়ে আমরা আজকের অবস্থানে...

► আজকের যে কোনো কাজে এআই বেশ প্রশংসিত। বিশেষজ্ঞদের মত, ‘এটাই ভবিষ্যৎ’...

► টেলিস্কোপটি এতটাই শক্তিশালী যে, মহাবিশ্বের ৩০ কোটি বছর বয়সের ছবি এনে দিয়েছে...

স্টেম সেল ট্রান্সপ্লান্ট

বিশ্বে প্রায় ৫০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস মানবদেহে রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে রোগী নানা রোগের ঝুঁকিতে থাকেন। সাধারণত ওষুধ, ইনসুলিন ও জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে এর নিয়ন্ত্রণ করা হয়। তবে নতুন প্রজন্মের এক চিকিৎসা পদ্ধতি এ রোগকে  থামিয়ে দিতে পারে। টাইপ-১ ডায়াবেটিসের জন্য প্রথম নারী হিসেবে নিজের দেহে স্টেম সেল ট্রান্সপ্লান্টের মাধ্যমে চিকিৎসা নেন এক নারী। এর আগে, ওই নারীকে ইনসুলিন নিতে হতো। এখন তিনি স্টেম সেল ট্রান্সপ্লান্টের মাধ্যমে নিজের দেহই ইনসুলিন তৈরি করতে শুরু করছে। স্টেম সেল হচ্ছে শরীরের আদি কোষ, যা থেকে বিভিন্ন ধরনের কোষ তৈরি হয়। একই ধরনের স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত আরেক ব্যক্তি নিজের দেহ ইনসুলিন তৈরি করতে পেরেছেন। এটি প্রতিস্থাপনে ঝুঁকি থাকলেও ফলাফল বেশ রোমাঞ্চকর।

ক্যান্সারের টিকা

কভিড-১৯ মহামারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভ্যাকসিন। বিজ্ঞানীদের আশা,  করোনার ভ্যাকসিন তৈরিতে মডার্না ও ফাইজার-বায়োএনটেক যে এমআরএনএ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে তা ক্যান্সার শনাক্ত ও এর আক্রমণ ঠেকাতেও ব্যবহার করা যেতে পারে। যা দেহের ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দিতে পারবে। এ ক্ষেত্রে গবেষকরা রোগীর ক্যান্সার কোষের ওপরিভাগের প্রোটিনের সঙ্গে মিল রেখে ক্যান্সারের ভ্যাকসিনের নকশা তৈরি করছেন। সম্প্রতি মেলানোমা ক্যান্সারে আক্রান্ত শত শত রোগী বিশ্বের প্রথম এমআরএনএ ক্যান্সার ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এরই মধ্যে অগ্ন্যাশয়, অন্ত্র ও অন্যান্য ক্যান্সারের ভ্যাকসিনের ট্রায়াল চলছে। সব ঠিক থাকলে, ভ্যাকসিনের মাধ্যমে রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ পদ্ধতি ব্যবহার করা হতে পারে।

ক্যান্সার শনাক্তে ‘এআই’

আগামী চার বছরে ফুসফুসের ক্যান্সার ও মস্তিষ্কের টিউমার আরও ভালোভাবে নির্ণয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে দ্রুত উন্নত করা হচ্ছে। দ্রুত ক্যান্সার শনাক্ত ও জীবনকে দীর্ঘায়িত করতে ইংল্যান্ডের উত্তরাঞ্চলের কয়েকটি হাসপাতালে এআই প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ চলছে। যুক্তরাজ্যের ‘সাউথ টাইনসাইড অ্যান্ড সান্ডারল্যান্ড এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট’-এর মতে, ‘রোগ নির্ণয়ে নির্ভুলতায় ৪৫ শতাংশ ও ডায়াগনস্টিক দক্ষতায় ১২ শতাংশ উন্নতি দেখিয়েছে এআই প্রযুক্তি।’

জেমস ওয়েবে বিস্ময়

মহাকাশে উৎক্ষেপণের দুই বছরের মধ্যে জেমস ওয়েব টেলিস্কোপ ধারাবাহিকভাবে আকাশের বিভিন্ন ছবি উন্মোচন করেছে। যা তারার উৎপত্তি, কৃষ্ণগহ্বর, মহাবিশ্বের বিবর্তন ও মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে কিনা সে সম্পর্কে বিস্ময়কর সব আবিষ্কারকে সক্ষম করে তুলেছে। এটি এতটাই শক্তিশালী যে, মহাবিশ্বের বয়স যখন মাত্র ৩০ কোটি বছর, সে সময়ের ছবিও সামনে এনে দিয়েছে। টেলিস্কোপটি ১ হাজার ৪০০ কোটি বছর ধরে ভ্রমণ করা আলোও ধারণ করেছে।

গতি পাচ্ছে নবায়নযোগ্য শক্তি

‘ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ)-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, আগামী ছয় বছরে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলো আগের ছয় বছরের তুলনায় তিনগুণ গতিতে বাস্তবায়িত হওয়ার পথে। চীন-ভারতের পরিবেশবান্ধব শক্তি কর্মসূচির মাধ্যমে পরিচালিত হবে নবায়নযোগ্য বিদ্যুতের উত্থান, যা দূষণকারী এ দুটি দেশের জীবাশ্ম জ্বালানি খরচকে কমিয়ে আনতে সহায়তা করবে। আইইএ অনুসারে, এ দশকের শেষ নাগাদ বিশ্বের অর্ধেকেরও বেশি নবায়নযোগ্য শক্তি থাকবে চীনে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews