বোগোতা, ২৬ জুন- কলম্বিয়ায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে, এখনো নিখোঁজ রয়েছে ২৪ জন। নৌকাটিতে অন্তত ১৫০ জন যাত্রী ছিলো বলে জানা গেছে। হঠাৎই মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডুবে যায় নৌকাটি।

প্রত্যক্ষদর্শী জুয়ান কুইরোজ বিবিসিকে জানান, কলম্বিয়ার মেডেলিনের পূর্বপাশের পর্যটন শহর গুয়াটাপে রিসোর্ট টাউনে নৌকাটি ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরেই সেখানে আরেক প্রমোদতরী উদ্ধারকাজে অংশ নেয়। এবং ডুবে যাওয়া মানুষগুলোকে পানি ও নৌকার উপরের অংশ থেকে উদ্ধার করে। পরবর্তীতে ঘটনাস্থলে আর্মি হেলিকপ্টার এবং সি ডাইভারদের পাঠানো হয়।

অন্তত ২০ জনকে গুয়াটাপের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন লুইস বার্নার্ডো মোরালেস জানান, বন্দরের খুব কাছেই নৌকাটি ডুবে যায়। তবে সেটা কোনো মেকানিকাল সমস্যার কারণে নাকি বাড়তি যাত্রীবহনের কারণে ডুবলো তা এখনো জানা যায়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews