ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ ছন্দে রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। বৃহস্পতিবার (২১ আগস্ট) ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। তবে দলের জয়ের দিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

ত্রিনবাগোর বিপক্ষে ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে অ্যান্টিগা। ইনিংস গড়ার মূল দায়িত্ব নেন ফ্যাবিয়ান অ্যালেন ও অধিনায়ক ইমাদ ওয়াসিম। অ্যালেন মাত্র ২০ বলে ঝড়ো ৪৫ রান করেন, অন্যদিকে ইমাদ খেলেন ৩৯ রানের অপরাজিত ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করায় অ্যান্টিগা।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব ১৩ বল খেলে করেন মাত্র ৭ রান। উসমান কাদিরের বলে নারিনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। বল হাতে অবশ্য কিছুটা সান্ত্বনা পেয়েছেন তিনি এক ওভার করে মাত্র ২ রান দিয়ে তুলে নিয়েছেন ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ত্রিনবাগো শুরুটা ভালোই করে। বিশেষ করে কলিন মুনরো ১৮ বলে ৪৪ রান করে ম্যাচের গতি বদলে দিচ্ছিলেন। তবে তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। শেষদিকে কেসি কার্টি ও কাইরন পোলার্ড লড়াই চালালেও জয় অধরাই থেকে যায়।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তুলতে সক্ষম হয় ত্রিনবাগো, ফলে ৮ রানের জয় পায় অ্যান্টিগা। দলের সবচেয়ে সফল বোলার ছিলেন ওবেদ ম্যাককয় ৪ ওভারে ৩৯ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।

চার ম্যাচে তিন জয় নিয়ে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews