পদ্মাসেতু প্রকল্পে যুক্ত হয়েছে ৩৫০০ কিলোজুল ধারণক্ষমতার হ্যমার। পদ্মা সেতুতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার যোগ হওয়াতে কাজের গতি বাড়বে।

শুক্রবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উওজেলার মাওয়া প্রান্তে এসে পৌঁছায় জার্মানির (এমইএনসিকে) তৈরি হ্যামারটি।

Padma-(1)

সেতুর প্রকৌশলীরা জানান, এই হ্যামারটি পাইলিংয়ের কাজে ব্যবহৃত হবে এবং কাজের গতি বৃদ্ধি করবে। তিন হাজার ৫শ কিলোজুল শক্তির হ্যামার বিশেষ অর্ডারে আনা হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি শক্তির অধিকারী হ্যামারের মধ্যে এটি একটি। এনিয়ে পদ্মাসেতুর কাজে যুক্ত হলো পাঁচটি হ্যামার।

সেতুর প্রকৌশলীরা আরও জানান, ২৪০০ ও ১৯০০ কিলোজুলের দুটি হ্যামার অনবরত কাজ করছে। তবে দুই ও তিন হাজার কিলোজুলের দুটি হ্যামার এখনও মেরামতের অপেক্ষায়। পঞ্চম হ্যামারটিসহ এখন পদ্মা পাড়ে সক্রিয় হ্যামার সংখ্যা তিনটি।

ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews