ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম প্রোভাইডার প্রতিষ্ঠান কনা সফটওয়্যার ল্যাব লিমিটেড অংশ নিয়েছে বেসিস সফট এক্সপো-২০১৮-এ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় প্রতিষ্ঠানটি তাদের একাধিক পণ্য ও সেবা প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে পেমেন্টভিত্তিক প্ল্যাটফর্ম কনা পে, বায়োমেট্রিক কার্ড, ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড), ডিসিভিভি (ডায়নামিক কার্ড ভেরিফিকেশন ভ্যালু)। এছাড়া প্রতিষ্ঠানটির আলোচিত চিপভিত্তিক এটিম কার্ড ইএমভি (ইউরো পে, মাস্টারকার্ড ও ভিসা) মেলায় প্রদর্শন করছে।

কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিনাওয়ার হোসেন তানজিল বলেন, কনা দেশে যেসব কাজ করছে তা তুলে ধরতেই সফটএক্সপোতে অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি। দেশেই যে কনাতে আন্তর্জাতিকমানের কাজ হচ্ছে সেটা তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। 

সফট এক্সপোর ডিজিটাল কমার্স প্রাঙ্গনে (কার্নিভাল হলের ১৯ নম্বর প্যাভিলিয়ন) কনা সফটওয়্যার ল্যাব লিমিটেড ২২-২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের বিভিন্ন সেবার প্রদর্শনী করবে। মেলা সবার জন্য উন্মুক্ত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews