আজ বিশ্ব বন্ধু দিবস। প্রকৃত বন্ধু তিনিই আপনাকে যিনি প্রাণ দিয়ে ভালোবাসেন। সম্মান করেন। আপনাকে সঠিক পথে থাকতে সাহায্য করেন। বিপদে উদ্ধার করেন। দুঃখের সময় ভরসা দেন। সত্যিকারের বন্ধুত্বের মূল্য দিনের পর দিন বেড়ে যায়। আরও গভীর হয়। অনেকে হয়তো শুধু আপনার প্রশংসাই করতে পারেন কিন্তু সত্যিকারের বন্ধু আপনার ভুলটুকু দেখিয়ে দেন। তা শুধরে দেয়ার চেষ্টাও করেন। সত্যিকারের বন্ধুর চেয়ে দামি আর কিছু নেই।এই বন্ধুত্ব নিয়ে বিখ্যাত ব্যক্তিরা বলেছেন নানা কথা। তেমনই বিখ্যাত কিছু উক্তি...* আমার বন্ধুরা আমার সাম্রাজ্য।... এমিলি ডিকেনসন* তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো বন্ধু নেই।... এরিস্টটল* আলোতে একাকী হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম।... হেলেন কেলার* বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।... সক্রেটিস* সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে।... জর্জ ওয়াশিংটন* একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।... অস্কার ওয়াইল্ড* গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনই একটি বিশেষ জাতের মানুষ।... রবীন্দ্রনাথ ঠাকুর* নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।... জ্যাক দেলিল*একজন বিশ্বাসী বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।... ইউরিপিদিস* কখনও কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।... সিসেরো* বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।... কার্লাইল