পুটুয়াখালি গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রংপুরে মশাল মিছিল করেছে দলটি।

সোমবার (১৬ জুন) রাতে নগরীর টাউন হলের সামনে থেকে এ মশাল মিছিল শুরু হয়।

এ সময় কৈলাশরঞ্জণ মোড়, পায়রাচত্বর, সুপার মার্কেট মোড় ঘুরে আবারো টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে জেলা ও মহানগর জিওপি এবং ছাত্র, যুব, শ্রমিক পেশাজীবী পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিব, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহ, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন, ছাত্র অধিকার পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির, সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম বাপ্পি, যুব অধিকার পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি শিমুল আনসারী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী বিএনপি নেতা হাসান মামুন ও তার উগ্র অনুসারীদের গ্রেফতার করতে হবে। তা না হলে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে উঠবে।

বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক বাংলাদেশে লেবেলে প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান। তা না হলে পরিণাম ভালো হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এই সরকার ভিপি নুরের নিরাপত্তায় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews