প্রতিবেদন অনুযায়ী, জেনারেল মুনির গত ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং দুজনের মধ্যে বৈঠকের সময়সূচী আগে থেকেই নির্ধারিত ছিল।

বুধবার (১৮ জুন) ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউজে তারা মধ্যাহ্নভোজে অংশ নেবেন। তাদের মধ্যে অনেকটা গোপনীয় বৈঠক হওয়ার কথা, যেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। খবর বিবিসির।

এমন এক সময়ে বৈঠকটি হতে যাচ্ছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা এবং এই সংঘাত অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পাকিস্তানেও। কারণ ইরানের সঙ্গে তাদের দীর্ঘ সীমান্ত রয়েছে। 

ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত মে মাসের শেষের দিকে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন আসিম মুনির। গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাঘেরি।

আরটিভি/এসএইচএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews