নিউজ আপলোড : ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২০

বিসিবি প্রেসিডেন্স কাপের ফাইনালে কাল মুখোমুখি হবে নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশ। মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে শিরোপা জয়ে চোখ নাজমুল হোসেন শান্তর নাজমুল একাদশের। শিরোপা জিততে মরিয়া মাহমুদুল্লাহ একাদশও। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে ।

শিরোপা নির্ধারণী ম্যাচটি বিসিবির ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এছাড়াও বিটিভি ম্যাচটি সরাসরি দেখাবে। ফাইনালের জন্য সোমবার রিজার্ভডেও রাখা হয়েছে। তিন দলের টুর্নামেন্টে লীগ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ওঠে নাজমুল একাদশ। লীগ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় ও একটি হারের স্বাদ পেয়েছিল নাজমল একাদশ। অন্যদিকে, মাহমুদুল্লাহ একাদশ দু’টি ম্যাচে জয় পায়। টুর্নামেন্টের আরেক দল তামিম একাদশ হতাশাজনক পারফরমেন্স করে। চার ম্যাচে মাত্র ১টি জয়ের স্বাদ নেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। ফলে লীগ পর্ব থেকেই মিশন শেষ করতে হয় তাদের।

ফাইনালের আগে ফেভারিট নাজমুল একাদশ। কারণ লীগ পর্বে দু’বার মাহমুদুল্লাহ একাদশ থেকে হারিয়েছে নাজমুল একাদশ। প্রথম ম্যাচে ১৯৬ রানে অলআউট হয় মাহমুদুল্লাহ একাদশ। ৪১ দশমিক ১ ওভারে টার্গেট স্পর্শ করে ৪ উইকেটে ম্যাচ জিতে নাজমুল একাদশ। পরের ম্যাচে তামিম একাদশের কাছে ৪২ রানে ম্যাচ হারে নাজমুল একাদশ। ফিরতি পর্বে, নিজেদের তৃতীয় ম্যাচেই জয়ের ধারায় ফিরে নাজমুল একাদশ। আফিফ হোসেনের ৯৮ রানের সুবাদে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ৮ উইকেটে ২৬৪ রান করে তারা। এবারের টুর্নামেন্টে এটিই সর্বোচ্চ দলীয় রান। পরে বোলারদের নৈপূণ্যে মাহমুদুল্লাহ একাদশকে ১৩৩ রানেই অলআউট করে দেয় নাজমুল একাদশ। এতে ১৩১ রানের বড় জয় পায় নাজমুল একাদশ। লীগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশকে ৭ রানে হারিয়ে জয় তুলে নেয় নাজমুল একাদশ।

টুর্নামেন্টে মাত্র একবার দলীয়ভাবে ২শত বেশি রান করতে পারে মাহমুদুল্লাহ একাদশ। তারপরও ফাইনালের মঞ্চে তারা। লীগ পর্বে তামিম একদশের বিপক্ষেই দুটি জয় ফাইনালে তুলেছে মাহমুদুল্লাহ একাদশকে। লীগ পর্বের পারফরমেন্সে এগিয়ে নাজমুল একাদশই। কিন্তু ওয়ানডে ক্রিকেটে নির্দিষ্ট দিনের পারফরমেন্সই পার্থক্য গড়ে দেয়। এটি বেশ ভালোই জানেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাই ফাইনালে জ্বলে ওঠার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মাহমুদুল্লাহ বলেন, ‘আমরা ফাইনালে উঠেছি, এটি আনন্দের বিষয়। এই টুর্নামেন্টটি আয়োজনে বিসিবির উদ্যোগটি বেশ ভালো ছিল। আমরা এখন ফাইনালে এবং ভালো খেলতে মরিয়া হয়ে আছি।’

লীগ পর্বের শেষ ম্যাচে জিতলেই ফাইনালে উঠতে পারতো তামিম একাদশ। কারণ তামিম একাদশের চেয়ে রান রেটে পিছিয়ে ছিল মাহমুদুল্লাহ একাদশ। তিনি বলেন, ‘শেষ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি তামিম একাদশ জিততে পারতো, তবে আমরা ফাইনালে খেলতে পারতাম না। তবে ভাগ্যক্রমে আমরা ফাইনালে ওঠতে পেরেছি।’

নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফাইনালে ভালো খেলার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত টুর্নামেন্টে ভালো খেলেছি এবং কাল আরও একবার ভালো খেলতে পারলে, আমরা শিরোপা জিততে পারবো। আমরা সবাই জয়ের জন্য উদগ্রীব।’

তবে নাজমুল একাদশের জন্য চিন্তার কারণ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক রহিমের ইনজুরি। শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে কাঁধের ইনজুরিতে পড়া মুশফিক আগামীকালের ফাইনালে এখনও অনিশ্চিত। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানান, ম্যাচের দিন ফাইনালে মুশফিকের অংশগ্রহণের ব্যাপারে সিদ্বান্ত নেয়া যাবে। টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও দু’টি হাফ-সেঞ্চুরি করেছেন মুশফিক। অধিনায়ক শান্ত আগামীকালের ফাইনালে মুশফিককে পাবার ব্যাপারে আশাবাদী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews