মহা ধুমধাম করে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন।

মঙ্গলবার ভারতের রাজস্থানে দুই তারকার মেহেদি অনুষ্ঠান, বুধবার হবে সঙ্গীতানুষ্ঠান ও বৃহস্পতিবার বিয়ে। খবর ইন্ডিয়া টুডের।

এসব অনুষ্ঠানেই বর-কনে দু’জনই নেচে মঞ্চ মাতিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে রেখেছেন।

জানা যায়, ক্যাটরিনার ছবির ‘কালা চশমা’, ‘নাচ দে নে সারি’ গানে নাচবেন ভিকি-ক্যাট।

এ ছাড়াও তালিকায় রয়েছে ‘সিং ইজ কিং’ ছবির ‘তেরি ওর’ গানটি।

তবে বিশেষ দিনে ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীরের ছবির কোনো গান যেন গাওয়া না হয় সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাটরিনার নির্দেশ, কোনো ভাবেই সাবেক প্রেমিকের কোনো গান যেন না বাজানো হয়।

২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে প্রথম এক সঙ্গে কাজ করেন রণবীর-ক্যাটরিনা। সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত। এর পর প্রেম। পরে ‘রাজনীতি’, ‘জগ্গা জসুস’-এর মতো ছবিতেও জুটি বাঁধেন তারা। যদিও রণবীর-ক্যাটরিনার প্রেম খুব বেশি দিন টেকেনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews