বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’তে রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরিতে চায়নার উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড হাসপাতালের সাথে এমওইউ চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
সোমবার (১৬ জুন) বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো: আশরাফুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
এ সময় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম ও চায়নার উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড হাসপাতালের পক্ষে ডা: জাই উইর চুক্তি স্বাক্ষর করেন।
এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’তে চায়নার উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড হাসপাতাল থেকে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল গত শনিবার বিকেএসপিতে আসেন।
এই রিহ্যাবিলিটেশন সেন্টারে চাইনিজ হর্বাল মেডিসিন, মডার্ণ মেডিসিন এবং অন্য চিকিৎসা প্রদানের পরিকল্পনা করা হয়েছে।
এমওইউ অনুযায়ী চায়নার উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলেটেড হাসপাতাল বিকেএসপিতে রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে বিকেএসপিতে একটি এক্সপার্ট দল পাঠাবে এবং পরে বিকেএসপির চিকিৎসকরাও চায়না থেকে রিহ্যাবিলিটেশনের উপর প্রশিক্ষণ নিতে পারবে।
এই চুক্তির ফলে বিকেএসপির প্রশিক্ষণার্থীরা খেলতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়ে খেলোয়াড়ী জীবন যাতে শেষ না হয় সে জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে চিকিৎসা সেবা গ্রহণ শেষে পুনরায় খেলোয়াড়ী জীবনে ফিরে আসতে পারবে। এর ফলে প্রতিভা ঝরে না পড়ে পূর্ণাঙ্গ বিকশিত হবার সুযোগ পাবে।
এ সময় চাইনিজ প্রতিনিধি দলটি বিকেএসপি সকল ক্রীড়া ভেন্যূ ঘুরে দেখের পাশাপাশি রিহ্যাবিলিটেশন সেন্টার করার বিষয়ে বিকেএসপির মেডিক্যাল সেন্টারও পরিদর্শন করেন।