রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসু হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য সময়টি শুভ। সপ্তাহের শেষদিকে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। টিভিতে সিনেমা দেখা আর প্রিয়জনের সঙ্গে গল্প করা- এর চেয়ে ভালো আর কি হতে পারে!

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে। কোনো প্রদত্ত সুযোগ সুবিধামতো কাজে লাগাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। সপ্তাহের মাঝদিকে আর্থিক দিক থেকে সময়টি শুভ হওয়ার কারণে সঞ্চয় যোগ প্রবল। ওষুধপত্র ও রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীদের লাভের যোগ প্রবল। অনাদায়ী অর্থ আদায় হবে। সপ্তাহের শেষদিকে ভ্রমণে আনন্দ পেতে পারেন। কোনো কারণে মন বিক্ষিপ্ত থাকার কারণে কাজকর্মে অনীহা দেখা দিতে পারে। ভ্রাতা বা ভগ্নীর বিয়ের যোগাযোগ আসতে পারে। উচিত হবে ভূমি, সম্পত্তি, জমি সংক্রান্ত সমস্যা ওপর নজর কেন্দ্রীভূত করা।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শূরুতে ব্যয় বাহুল্যের ফলে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। উদারতার সুযোগ নিয়ে কেউ ক্ষতি করতে পারে। কারও প্ররোচনায় ভুলবেন না। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। সপ্তাহের মাঝদিকে মনের শক্তি, ধৈর্য্য ও সহিষ্ণুতা নিজের উদ্দেশ্য সিদ্ধির অনুকূলে হতে পারে। অর্ডার সাপ্লাইয়ের কাজে নতুন অর্ডার পেতে পারেন। রাজনীতিবিদদের কাজের দায়িত্ব বাড়তে পারে। সপ্তাহের শেষদিকে অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ, দিন উজ্জ্বলতর করতে পারে। নিকটজনের কোনো শুভ খবরে আনন্দিত হতে পারেন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়দের সহায়তা পেতে পারেন। কাজকর্মে সাফল্য পাওয়ার ফলে নতুন অর্ডার পেতে পারেন। সমাজ সেবামূলক কাজে যোগদান করে মানসিক শান্তি পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে কোনো কোনো বিষয় বিরক্তির কারণ হতে পারে যা মনে চাপ সৃষ্টি করতে পারে। আর্থিক অবস্থা খারাপ হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির কারণে যতটা সম্ভব কম খরচ করুন। সপ্তাহের শেষদিকে নিজের যোগ্যতা ও বুদ্ধিমত্তায় খ্যাতি বা জনগণের স্বীকৃতি লাভ করবেন। ভাগ্য বড় বেশি পরিবর্তনশীল। উচিত হবে দ্রুত ওঠানামা করে এমন কোনো ব্যবসায় বিনিয়োগ করা।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধীতার পরও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। কর্মে অভিনবত্ব তুলে ধরুন। সকল ক্ষেত্রে বিবেচনা করে তবেই কোনো স্থির সিদ্ধান্তে এগোন। সপ্তাহের মাঝদিকে অনেক বন্ধু বান্ধবের সমারোহ। বন্ধুদের মধ্যে কেউ কেউ বিশ্বাসী, কেউ ঠিক তার উল্টো। জনগণের কাছ থেকে এ সসময় সাহায্য ও সহযোগীতা প্রাপ্ত হবেন। সপ্তাহের শেষদিকে মিথ্যা অভিযোগ ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সাবধান। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না। নতুন সুযোগের সন্ধান করুন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। দূরদেশে পেশাদারী যোগাযোগ বাড়ানোর পক্ষে এটি উৎকৃষ্ট সময়। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরূদ্ধাচারণের মুখোমুখি হতে বিচক্ষণ ও সাহসী হোন। কর্মক্ষেত্রে সব কিছু চ্যালেঞ্জের মেজাজে থাকবে। কেবলমাত্র শক্তিশালী হতে হবে। সপ্তাহের শেষদিকে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্য আনবে। আকস্মিক অপ্রত্যঅশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটে আটকে থাকুন। শরীরের ব্যথা বেদনা ও উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে কোনো অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে নিরুৎসাহিত হওয়া উচিত নয়। বরং এটি থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। সপ্তাহের মাঝদিকে কেউ কেউ দূরের যাত্রায় উদ্যোগী হবেন। যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। ভ্রমণ ও শিক্ষামূলক সাধন নিজের সচেতনাত বাড়িয়ে তুলবে। সপ্তাহের শেষদিকে বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রে সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে। নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে সময়টি কাজে লাগান।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে প্রতিবেশীরা বিবাহিতদের জীবনে অশান্তি করার চেষ্টা করতে পারে। তবে দুজনের বন্ধনকে নড়ানো কঠিন। শারীরিক অন্তরঙ্গতায় সঙ্গীর সঙ্গে শ্রেষ্ঠ সময়ে পৌঁছাবে। সপ্তাহের মাঝদিকে বন্ধুর সঙ্গে সুন্দর সময় কাটাবেন। তবে গাড়ি চালানোর সময় অতিরিক্ত যত্ন নিতে হবে। রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। সপ্তাহের শেষদিকে সঙ্গীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান। নিজেদের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে। একটি কঠিন পর্যায়ের পর কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সাথে আপনাকে অবাক করে দেবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কোনো বন্ধুর শীতল আচরণে খারাপ লাগতে পারে। তবে নিজেকে ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে। আর পারলে ঝামেলা এড়িযে চলুন। সপ্তাহের মাঝদিকে যদি মনে হয় বিবাহিত জীবন মানেই আপোষ করা তবে ভিন্ন জগত দেখতে পাবেন। আর এটা হবে জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস। সপ্তাহের শেষদিকে আঘাত এড়ানোর জন্য বাসে থাকার সময় বিশেষ যত্ন নিন। বন্ধুদের বা পরিবারের সঙ্গে আনন্দদায়ক সফর ভার মুক্ত করবে। ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়বে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে প্রেমের জীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে। কারণ একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন। নতুন প্রেম কারও জন্য নিশ্চিত মনে হচ্ছে। সপ্তাহের মাঝদিকে শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। অন্যথায় ক্লান্তি কারণে হতাশা সৃষ্টি হতে পারে। ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে। সপ্তাহের শেষদিকে যখন সব কলহ ভুলে জীবনে আবার সঙ্গী ফিরে আসবে তখন সত্যিই উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে। রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো উচিত নয়।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে বন্ধুদের সাথে গল্প করার দুর্দান্ত সময়। তবে ফোনে বেশি কথা বললে মাথাব্যথার কারণ হতে পারে। নিজের অসাধারণ প্রচেষ্টা ও পরিবারের সদস্যদের সময়মতো সমর্থণের ফলে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে এক খুশি, প্রাণোচ্ছল, স্নেহশীল মেজাজে নিজের মিশুক স্বভাব চারপাশে যারা আছে তাদের আনন্দ ও খুশি এনে দেবে। সপ্তাহের শেষদিকে দেখতে পারেন, মনোসংযোগ করতে অসুবিধা হচ্ছে। কারণ স্বাস্থ্য ঠিক নেই। বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা এ সময় প্রত্যাশার চেয়ে ভালো রং প্রদর্শন করবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শূরুতে কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর নিজের সময়টাকে উজ্জ্বলতর করে তুলবে। সারাটা সময় বিরক্ত হওয়ার পরিবরর্তে একটি ভালো বই পড়ুন বা একটি ব্লগ পোস্ট লিখুন। সপ্তাহের মাঝদিকে বন্ধুরা ব্যক্তিগত জীবন সম্পর্কে সদুপদেশ দেবে। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার মাধ্যমেই পরিবারকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। সপ্তাহের শেষদিকে মিষ্টি ভালোবাসাময় জীবনে চমকপ্রদ মসলার উপস্থিতি লক্ষ করতে পারেন। শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান ও যোগ করতে শুরু করুন।

আরও পড়ুন

২০২৫ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য

২০২৫ সালের অর্থ-ভাগ্য



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews