যুক্তরাষ্ট্রের শার্লটসভিলে সহিংসতা ঘিরে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যে টুইটটি করেছেন সেটি টুইটারের ইতিহাসে লাইকের সংখ্যায় অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে।

বলা হচ্ছে, টুইটারের ইতিহাসে কোনো টুইট এর আগে এত লাইক পায়নি।

১২ আগস্ট করা টুইটটিতে ১৭ আগস্ট সকাল পর্যন্ত ৪০ লাখ লাইক পড়েছে।

শার্লটসভিলে সংঘর্ষের পর ভিন্ন বর্ণের তিনটি শিশুর ছবি দিয়ে ক্যাপশনে নেলসন ম্যান্ডেলার একটি উক্তি দিয়ে টুইটটি করেছিলেন তিনি।

টুইটে ম্যান্ডেলার যে উক্তিটি ওবামা ব্যবহার করেছেন সেটি হলো- ‘কোন শিশুই অন্য কারো বর্ণ, ধর্ম কিংবা অতীতকে ঘিরে ঘৃণা নিয়ে জন্মায় না।’

এর আগে সর্বোচ্চ লাইক পাওয়া টুইটটি করেছিলেন আরিয়ানা গ্রান্ডে। ওই টুইটের বিষয় ছিল ম্যাঞ্চেস্টারের সন্ত্রাসী হামলা।

পরে আরও দুটি টুইট করেছিলেন ওবামা। এর একটি লেখা হয়েছে, মানুষের অবশ্যই ঘৃণা করতে শেখা উচিৎ, কারণ তারা যদি ঘৃণা করা শিখতে পারে তবে তাকে ভালোবাসাও শেখানো যাবে।

অপর একটি টুইটে ম্যান্ডেলার আরেকটি উক্তি ব্যবহার করেন ওবামা।

টুইটারে বারাক ওবামার অনুসারীর সংখ্যা ৯ কোটি ৩৩ লাখ মানুষ।

সূত্র : নিউ ইয়র্ক টাইসম ও বিবিসি।

এনএফ/আরআইপি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews