আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সিগারেট বিক্রি করে আয় করেছে ২৩ হাজার ৪৮২ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির বিক্রি বাবদ আয় ছিল ২২ হাজার ৩৪০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সিগারেট বিক্রি করে আয় বেড়েছে ১ হাজার ১৪২ কোটি টাকা বা ৫ শতাংশ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর কোম্পানিটি মুনাফা করেছে ৪১৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯২৫ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফা অর্ধেকের বেশি বা ৫১০ কোটি টাকা কমে গেছে।
আয় বৃদ্ধির পরও মুনাফা এতটা কমে গেল কেন? আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে সেই তথ্য পাওয়া গেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, এক বছরের ব্যবধানে সম্পূরক শুল্ক ও ভ্যাট, পরিচালন খরচ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। এসব কারণে আয় বাড়লেও সেই তুলনায় মুনাফা বাড়েনি। উল্টো গত বছরের বাড়তি খরচ সংকুলান হয়নি বাড়তি আয়ে। তাতে টান পড়েছে মুনাফায়।