দিনে কতবারই না গুগলে কিছু না কিছু খোঁজি আমরা—কখনও কোনো প্রশ্নের উত্তর, কখনও রেসিপি, আবার কখনও কোনো বিশেষ ব্যক্তির সম্পর্কে তথ্য। কিন্তু আপনি কি জানেন, সারাবিশ্বের মানুষ গুগলে সবচেয়ে বেশি কোন প্রশ্নগুলোর উত্তর খুঁজে থাকেন? কোন কীওয়ার্ড বা অনুসন্ধান বাক্যটি গুগলের সার্চবক্সে সবচেয়ে বেশি টাইপ করা হয়?

গত ৬ মাসের গুগল অনুসন্ধান পরিসংখ্যান বিশ্লেষণ করে পাওয়া গেছে, কিছু প্রশ্ন এমনভাবে ট্রেন্ড করেছে যা জানলে অনেকেই অবাক হবেন। আন্তর্জাতিক প্রযুক্তি ও গণমাধ্যম বিশ্লেষণে দেখা গেছে, গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া প্রশ্নগুলোর তালিকায় রয়েছে কিছু চমকপ্রদ, আবার কিছু বেশ সাধারণ মনে হলেও মানুষের কৌতূহলের কেন্দ্রে অবস্থান করেছে।

একাধিক দেশে মিলিয়ে গুগলে প্রতি মাসে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয় তা হলো: ‘আমার আইপি কী?’

এই একটি প্রশ্নই প্রতি মাসে গড়ে ৩৩ লক্ষ ৫০ হাজার বার সার্চ করা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা মূলত নিজেদের নেটওয়ার্ক বা সংযোগ চিহ্নিত করতে এই প্রশ্নের উত্তর জানতে চান।

এছাড়াও গুগলের শীর্ষ অনুসন্ধান তালিকায় রয়েছে নানা ধরণের প্রশ্ন, যেমন—

‘কয়টা বাজে?’ – প্রতি মাসে গড়ে ১৮ লক্ষ ৩০ হাজার বার খোঁজা হয়েছে।

‘ভোটার হিসেবে নাম নিবন্ধন কীভাবে করব?’ – সার্চ হয়েছে প্রায় ১২ লক্ষ ২০ হাজার বার।

‘কীভাবে টাই বাঁধব?’ – অনুসন্ধান সংখ্যা ৬ লক্ষ ৭৩ হাজার।

‘তুমি কী এটা চালাতে পারবে?’ – গুগলে গড় সার্চ ৫ লক্ষ ৫০ হাজার।

‘এটা কোন গান?’ – সার্চ হয়েছে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার বার।

‘কীভাবে ওজন কমাব?’ – এটি খোঁজা হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার বার।

‘একটি কাপে কত আউন্স থাকে?’ – গুগলে খোঁজা হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার বার।

‘মা দিবস কখন?’ – প্রতি বছর এই প্রশ্ন সার্চ হয় প্রায় ৪ লক্ষ ৫০ হাজার বার।

এই তালিকা দেখে সহজেই বোঝা যায়, মানুষ নানা ধরনের প্রশ্ন গুগলের কাছে করে থাকে—ব্যক্তিগত কৌতূহল, দৈনন্দিন সমস্যা, উৎসব বা বিশেষ দিবস সম্পর্কে জানতে, এমনকি স্বাস্থ্য ও রেসিপি সম্পর্কিত বিষয়েও।

বিশেষজ্ঞরা বলছেন, দিন যতই এগোচ্ছে, মানুষ ততই তথ্যের জন্য গুগলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। আর তাই, এমন প্রশ্নের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে এবং গুগলের সার্চ ট্রেন্ড আমাদের চিন্তার ধরন ও তথ্য খোঁজার প্রবণতা সম্পর্কে স্পষ্ট বার্তা দিচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews