দিনাজপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর (ডিএনসি)। মঙ্গলবার দিবাগত গভীর রাতে দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নে চকচকিয়া গ্রামে এক বাড়িতে অভিযান চালিয়ে শোবার খাটের নিচ থেকে ও এক মাদক কারবারির সাথে থাকা বস্তায় ১০৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- দিনাজপুর সদরের কমলপুর ইউপির চকচকিয়া পাড়ার লতিফুর রহমানের ছেলে ইমরান বাবু ও একই এলাকার শামসুদ্দিনের ছেলে আরমান আলী। তারা সম্পর্কে চাচা ও ভাতিজা।
ডিএনসি জানায়, খুচরা মাদককারবারীদের সরবরাহের উদ্দেশ্যে ভাতিজা ইমরান বাবুর কাছ থেকে পাইকারি দরে ফেনসিডিল(গ্রীপ) সংগ্রহ করতে এসেছিল চাচা আরমান আলী। এসময় হাতেনাতে আটক করা হয় তাদের এবং জব্দ হয় ১০৭ বোতল ফেনসিডিল(গ্রীপ)।
বিডি প্রতিদিন/এএম