দিনাজপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর (ডিএনসি)। মঙ্গলবার দিবাগত গভীর রাতে দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নে চকচকিয়া গ্রামে এক বাড়িতে অভিযান চালিয়ে শোবার খাটের নিচ থেকে ও এক মাদক কারবারির সাথে থাকা বস্তায় ১০৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন- দিনাজপুর সদরের কমলপুর ইউপির চকচকিয়া পাড়ার লতিফুর রহমানের ছেলে ইমরান বাবু ও একই এলাকার শামসুদ্দিনের ছেলে আরমান আলী। তারা সম্পর্কে চাচা ও ভাতিজা।

ডিএনসি জানায়, খুচরা মাদককারবারীদের সরবরাহের উদ্দেশ্যে ভাতিজা ইমরান বাবুর কাছ থেকে পাইকারি দরে ফেনসিডিল(গ্রীপ) সংগ্রহ করতে এসেছিল চাচা আরমান আলী। এসময় হাতেনাতে আটক করা হয় তাদের এবং জব্দ হয় ১০৭ বোতল ফেনসিডিল(গ্রীপ)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews