শরীর খারাপ! অফিসে বসের কাছে বিষয়টি জানিয়ে অসুস্থতাজনিত ছুটি নিতে পারেন। ওই দিন আর অফিস যাওয়ার হ্যাপা নেই। কিন্তু মন যদি ভীষণ খারাপ হয়, যদি এই পরিস্থিতিতে অফিস যেতে ইচ্ছা না করে, তাহলে? না, এ ক্ষেত্রে কোনো উপায় নেই। মন যতই খারাপ থাকুক না কেন, কর্মীদের অফিসে যেতেই হবে। এবার এ বিষয়ে কর্মীদের সুখবর দিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলেছে, মন খারাপ থাকলে কর্মীরা অফিস থেকে ছুটি নিতে পারবেন।

চীনের হেনান প্রদেশের চেইন সুপারমার্কেট পাং ডং লাই কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে গত মার্চের শেষের দিকে এ ঘোষণা দিয়েছে। সুপারমার্কেটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইয়ু ডংলাই কর্মীদের উদ্দেশ্য বলেছেন, মন খারাপের কারণে কর্মীরা চাইলে বার্ষিক ছুটির সঙ্গে অতিরিক্ত ১০ দিনের ছুটি নিতে পারবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews