ঈদের ছুটিতে অনেকেই বাড়ি যাবেন। আনন্দের এ যাত্রার জন্য কত না আয়োজন! সবার জন্য কেনাকাটা, যানবাহনের ব্যবস্থা। তবে বছরজুড়ে যে আবাসনে আপনি নিরাপদে ও শান্তিতে থাকেন, সেটি যদি ফাঁকা রেখে যান, তাহলে এর নিরাপত্তার দিকটাও খেয়াল রাখতে হবে। এই নিরাপত্তা ঈদযাত্রার প্রস্তুতিপর্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আসুন আরও একবার জেনে নিই, ঈদযাত্রায় যাওয়ার আগে বাসার নিরাপত্তায় আপনার কী কী করে যেতে হবে।