দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার যশ্বসি জয়সওয়াল।

২৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ এবং ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান জয়সওয়াল। বিশ্বের পঞ্চম ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় বা তার বেশি সেঞ্চুরিয়ানদের তালিকায় নাম তুলেছেন জয়সওয়াল।

এর আগে এই তালিকায় নাম তুলেছেন ইংল্যান্ডের লেন হাটন-অ্যালিস্টার কুক, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও বাংলাদেশের তামিম ইকবাল।

৭৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৯টি শতক আছে হাটনের। এরমধ্যে ঘরের মাটিতে ওপেনার হিসেবে ১৩টি সেঞ্চুরি করেছেন তিনি। ক্যারিয়ারের সব সেঞ্চুরিই ওপেনার হিসেবে করেছেন হাটন।

টেস্ট ক্যারিয়ারে ৩৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কুক। এরমধ্যে ওপেনার হিসেবে ঘরের মাঠে ১২টি শতক আছে তার।

ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে ৫টি সেঞ্চুরি আছে স্মিথের।

ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম। ২টি শতক আছে তার। ২০১০ সালের সফরে লর্ডস ও ম্যানচেষ্টার টেস্টে ২টি সেঞ্চুরি করেন তামিম।

শনিবার বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরি করলেন জয়সওয়াল। চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর পঞ্চম ও শেষ টেস্টের শেষ ইনিংসে সেঞ্চুরির দেখা পান এই বাঁ-হাতি ব্যাটার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews