বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের অতিরিক্ত সাধারণ সভা গত রোববার এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট নজরুল ইসলাম চৌধুরী এবং আরও উপস্থিত ছিলেন ক্লাব বোর্ড অব ডিরেক্টরসবৃন্দ। এবার অতিরিক্ত সাধারণ সভায় ক্লাবে অনেকগুলো রূপরেখা গৃহিত হয়, যা ক্লাবের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। সভায় সাধারণ সদস্যরা জানান, ক্লাব বর্তমান যে স্থানে (গুলশান) আছে সেখানেই থাকবে। কোনো স্থান পরিবর্তন করা যাবে না। ক্লাবের বর্তমান গচ্ছিত অর্থ ব্যয় করা যাবে না তবে প্রয়োজনে নতুন ফ্ল্যাট বা জমি কেনা যাবে।

এছাড়া ফিল্ম ক্লাবের নতুন সদস্য হওয়া অর্থ বাড়িয়ে ৩ লাখ ও ৫ লাখ টাকা করা হয়। নির্বাচনের পর থেকে নতুন নির্বাহী কমিটি ২ বছর পর্যন্ত ক্লাব পরিচালনা করবে। ক্লাব সদস্যরা সর্ব সম্মতিক্রমে সমর্থন করেন। অতিরিক্ত সাধারণ সভার শুরুতে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট লায়ন নজরুল ইসলাম চৌধুরী ও অ্যাডমিন এস সি কে অপূর্ব রায় শুভেচ্ছা বক্তব্যে বলেন, আজকের সিদ্ধান্তেই ক্লাব পরিচালিত হবে। তাছাড়া চলতি বছরে ক্লাব সদস্য বিক্রি ও ক্লাবের ফ্ল্যাট ভাড়া বাবদ প্রায় ষাট লাখ টাকা জমা আছে। আসছে ডিসেম্বর পর্যন্ত এ পরিমান আরও বাড়বে বলে আমরা আশা করি। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের লাইব্রেরি ও মিডিয়া ডিরেক্টর আবদুল্লাহ জেয়াদ জানান, এবারের সাধারণ সভায় উপস্থিত সদস্যরা ব্যাপকভাবে সমর্থন দেন। ক্লাবের নিয়ম-কানুন বদলে সবাই একমত প্রকাশ করেন। আগামীতে ক্লাবকে আরও উন্নতি ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিমত ব্যক্ত করেন। দীর্ঘদিন পর চলচ্চিত্র জগতের মানুষেরা সাধারণ সভায় এক হয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews