যুক্তরাজ্যে বিনিয়োগকারী চীনা কোম্পানিগুলো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং তারা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা অংশীদার বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং চ্যকুয়াং। সোমবার (৩০ জুন) লন্ডনে অনুষ্ঠিত সিটি উইক ২০২৫-এর নেট জিরো ফাইন্যান্স ইনোভেশন সামিট-এ বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, চীনা কোম্পানিগুলো যুক্তরাজ্যে এসেছে আপনাদের অর্থনীতি ধ্বংস করতে বা জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে নয়। তারা এসেছে আপনাদের অর্থনীতির সঙ্গে একসঙ্গে বেড়ে উঠতে, কর্মসংস্থান সৃষ্টি করতে, কর রাজস্ব বাড়াতে এবং পারস্পরিক উপকার নিশ্চিত করতে।

সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ আইনপ্রণেতা ও আর্থিক খাতের তিন শতাধিক নেতা ও প্রতিনিধি।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি এবং শিক্ষার ক্ষেত্রে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা যুক্তরাজ্যকে তার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য পূরণে, জীবনযাত্রার ব্যয় হ্রাসে এবং নেট-জিরো অর্থনীতির পথে রূপান্তর ত্বরান্বিত করতে সহায়তা করবে।

চাং বলেন, বিদেশি কোম্পানিগুলোর অবদানকে চীন অত্যন্ত মূল্যায়ন করে এবং বিশ্বজুড়ে, বিশেষত যুক্তরাজ্যের ব্যবসাগুলোকেও স্বাগত জানায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews