চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আসামি এসএম আসাদুজ্জামানকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো আব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার মোজাফফর নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক মো. ইলিয়াস খাঁন জানান, অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় আসাদুজ্জামানকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে গ্রেফতার করে মেট্রো ইউনিটে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ২৫ ডিসেম্বর রাহাত্তালপুল এলাকা থেকে আরেক আসামি জসীম উদ্দীন ও ১২ ফেব্রুয়ারি চকবাজার এলাকা থেকে আসামি মো. লিটনকে গ্রেফতার করা হয়।

গত ১৬ অক্টোবর শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় স্ত্রী ফৌজিয়া আনোয়ার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করলে বিচারক মামলাটি রেকর্ডের নির্দেশ দেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews