সরাসরি অনুষ্ঠান দেখানোর জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করা হবে। ছবি: নাসা

সরাসরি অনুষ্ঠান দেখানোর জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করা হবে। ছবি: নাসা

নাসার নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নাসা প্লাস’-এর প্রোগ্রাম দেখা যাবে নেটফ্লিক্সে। নাসা প্লাস হলো মহাকাশ গবেষণা সংস্থাটির নিজস্ব অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। চলতি গ্রীষ্মের শেষের দিক থেকে এর কনটেন্টগুলো নেটফ্লিক্সে দেখানো শুরু হবে।

নাসা বলেছে, এটা সরাসরি অনুষ্ঠান দেখানোর জন্য ব্যবহার করা হবে। “রকেট উৎক্ষেপণ, মহাকাশচারীদের স্পেসওয়াক, মিশন কভারেজ ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর মনোমুগ্ধকর সরাসরি দৃশ্য দেখানো হবে।”

নাসা প্লাস-এর মহাব্যবস্থাপক রেবেকা সিরমন্স বলেন, “১৯৫৮ সালের ‘ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাক্ট’ আমাদের মহাকাশ অনুসন্ধানের গল্প সর্বোচ্চ সংখ্যক মানুষের সঙ্গে শেয়ার করার আহ্বান জানায়।”

“মানুষ যেন বাসার আরামদায়ক সোফা থেকে বা হাতের ফোন থেকেই অনুপ্রাণিত হতে পারেন সেজন্য আমরা নতুন প্রজন্মকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এটি শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য সংরক্ষিত থাকবে না। নাসা ঘোষণা দিয়েছে এটি সারা বিশ্বে পাওয়া যাবে। এর ফলে সংস্থাটি বিশ্বের নানা জায়গার দর্শকদের কাছে পৌঁছাতে পারবে। গোটা বিশ্বে নেটফ্লিক্সের ৩০ কোটিরও বেশি দর্শক রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

তবে নাসা প্লাস সরকারি এই সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপেই থাকছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews