বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই দিনের বেশির ভাগ সময় ফেসবুক ও ইউটিউবে বুঁদ হয়ে থাকেন। তাই শুধু নিউজ ফিডে স্ক্রুল করে সময় নষ্ট না করে ফেসবুক ও ইউটিউবও হতে পারে চাকরির প্রস্তুতির জন্য ভালো প্ল্যাটফর্ম। চাকরির বাজার সব সময়ই প্রতিযোগিতামূলক। বদলে গেছে প্রস্তুতির ধরনও। আগে যেখানে লাইব্রেরিতে গিয়ে দল বেঁধে পড়তে যেত সবাই, এখন সেখানে যুক্ত হয়েছে ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম, গুগল ড্রাইভ এবং আরও অনেক অনলাইন প্ল্যাটফর্ম।
এই অনলাইন প্ল্যাটফর্মগুলো কতটা কার্যকরভাবে ব্যবহার করছেন আপনি? প্ল্যাটফর্মগুলো অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করলে সময় নষ্ট হতে পারে। তবে পরিকল্পিতভাবে ব্যবহার করলে এগুলো হয়ে উঠতে পারে সাফল্যের শক্তিশালী হাতিয়ার। চাকরির প্রস্তুতিতে কার্যকরভাবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে আলোচনা করা হলো।
ইউটিউব—
শিক্ষার অফুরন্ত উৎস বলা হয় ইউটিউবকে। এটি হলো চাকরির প্রস্তুতির জন্য একটি মুক্ত বিশ্ববিদ্যালয়। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এক নম্বর প্ল্যাটফর্ম। সাধারণ জ্ঞান, গণিত, বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যকরণ থেকে শুরু করে ইন্টারভিউ স্কিল পর্যন্ত সব ধরনের কনটেন্ট পাওয়া যায়।