কক্সবাজার শহরের কলাতলীর ব্যস্ততম এলাকায় সড়ক দুর্ঘটনায় ৮/১০ সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইক দুমড়ে-মুচড়ে গেছে। এতে দশজন ব্যক্তি আহত হয়েছে। তবে এ পর্যন্ত কেউ নিহত হয়েছে বলে জানা যায়নি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলাতলীর ব্যস্ততম ডলফিন মোড়ে একটি ডাম্পার
সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইককে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সন্ধ্যায় খুব ব্যস্ততম সময়ে একটি ডাম্পার কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইককে চাপা দেয়। সময় কেউ নিহত না হলেও ৫/৬ জনের হাত পা ছিড়ে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
তারা আরও জানান গত কয়েক মাস আগে ঠিক একই জায়গায় আরেকটা ট্রাক চাপায় ৪ জন প্রাণ হারিয়েছেন। এখন ঠিক একই জায়গায় এ দুর্ঘটনা ঘটেছে।
তারা আরো জানান, দুর্ঘটনাস্থল থেকে পর্যটকসহ বেশ কিছু মানুষ দ্রুত সরে যাওয়ায় আরো বেশী এড়ানো সম্ভব হয়েছে।

দ্রুততম সময়ে ওই ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়ে গেলেও দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা গুলো এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানেই
ছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews