রোহিত শেঠির তারকাবহুল এ ছবিতে দেখা যাবে অজয় দেবগন, কারিনা কাপুর খান, অর্জুন কাপুর ও রণবীর কাপুরকে। ছবির বড় আকর্ষণ ‘লেডি সিংহাম’রূপে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি। চলতি বছর অন্তঃসত্ত্বা অবস্থায় এ ছবির শুটিং করেন দীপিকা। গত সেপ্টেম্বরে মা হওয়ার পর প্রথম প্রেক্ষাগৃহে আসছে তাঁর অভিনীত সিনেমা।