ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের তেমন ভিড় নেই। মূলত অফিস চালু থাকায় চাকরিজীরা এখনও ঢাকা ছাড়ছেন না। তবে ৪ ও ৫ জুন চাপ বাড়বে বলে জারিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শৃঙ্খলা রক্ষায় টিকিট চেকিংয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রবিবার (১ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ২৫টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে বিরূপ আবহাওয়া কারণে রংপুর এক্সপ্রেস ২০ মিনিট দেড়িতে ছেড়েছে। আজ সারা দিনে ৬২টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 

রংপুর এক্সপ্রেসের যাত্রী মোমেনা খাতুন বলেন, ঈদযাত্রা হলেও তার কাছে তেমনটি মনে হচ্ছে না। কারণ এখন যাত্রীদের যে চাপ, তা স্বাভাবিক। হয়তো দুই একদিন পর ভিড় আরও বাড়বে। একই কথা জানান একাধিক যাত্রী।

বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, ট্রেনের শিডিউল বিপর্যয় নেই। এখন যাত্রীরা যে হারে ঢাকা ছাড়ছেন, তা স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি। তবে পুরোপুরি ঈদের ভিড় এখনও শুরু হয়নি। তারপরও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ছাদে ভ্রমণ ঠেকাতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

তিনি জানান, সকাল থেকেই আন্তঃনগর ট্রেনে যাত্রীদের টিকিট চেকে চলছে কড়াকড়ি। বিনা টিকিটে কাউকে পেলেই জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। মূলত শৃঙ্খলা রক্ষার স্বার্থে টিকিট চেকিংয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. সাজেদুল ইসলাম বলেন, যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেল নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

প্রতিটি ট্রেন ঢাকায় আনা হয়েছে আগের রাতেই এবং নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে বলেও জানান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews