আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যদি ভালো খবরের শিরোনাম হয়, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে।’

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ২১ আগস্টের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

এসময় নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা শৃঙ্খলা মেনে চলুন। শেখ হাসিনা যতদিন আছেন, ততদিন ত্যাগীদের মূল্যায়ন হবে। এই পার্টি আদর্শের পার্টি, একদিন না একদিন মূল্যায়ন হবে। ছাত্রলীগ যদি ভালো খবরের শিরোনাম হয়, বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। আমি শুধু তোমাদের আহ্বান করবো- ছাত্রলীগকে খারাপ খবরের শিরোনাম করো না।’

টিএসটির সভায় ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ছাত্রলীগকে দেখভাল করার দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের চার নেতা। তারা সর্বদা ছাত্রলীগকে সুশৃঙ্খল করতে এবং এর সুনামের ধারা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করছেন।’

ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে তোমরা শৃঙ্খলা ভঙ্গ করে নেতাদের ধারে ধারে ধরনা দিও না। ছাত্রলীগের একটি স্বকীয়তা আছে। এই সংগঠনকে কোনও মন্ত্রী-এমপি-নেতা স্বার্থরক্ষার পাহারাদার হিসেবে ব্যবহার করতে পারবে না।  ছাত্রলীগের নেতারা রাস্তায় বসে থাকাটা সুখবর নয়। বড় সংগঠন হিসেবে এর সমস্যা থাকবে। সেটির জন্য পরামর্শ প্রয়োজন হলে দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন, তারা সমস্যার সমাধান না করতে পারলে আমি আছি, আমি না পারলে নেত্রী আছেন। নিয়ম ভঙ্গ করে রাস্তায় বসে বিদ্রোহ করলে ছাত্রলীগের সুনাম নষ্ট হয়। যার যোগ্যতা আছে তার মূল্যায়ন হবেই। ঈদের রাতে রাস্তায় বসে থাকলে কী নেত্রীকে অসম্মান করা হয় না?’

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এবং সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews