প্রায় এক যুগ আগে আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করতাম, তখন এই বিশ্ববিদ্যালয়ে এক তুলকালাম ঘটনা ঘটে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগের দাবিতে স্থানীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারের নেতা-কর্মীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করলেন, ভাঙচুর করলেন।
উপাচার্য দপ্তরে গিয়ে তাঁকে শাসিয়ে বললেন, আপনি আমাদের উপাচার্য আর আমাদের নিয়োগ দেবেন না? মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়োগ দেবেন না? আপনাকে চেয়ার দিয়েছে কে?
ঠিক এ কথাগুলোর কিছুটা পুনরাবৃত্তি দেখার সুযোগ মিলল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কিছু দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে দুই ছাত্রনেতা দম্ভোক্তি করে বলেছেন, স্যার, আপনাকে আমরা বসিয়েছি। আপনি আমাদের কথা মানতে বাধ্য। কথাগুলো শোনার পর হয়তো অনেকেই ‘অবাক’ হয়েছেন, যে ছাত্ররা এসে একজন উপাচার্যকে তাঁর নিয়োগ নিয়ে টিপ্পনী কাটছে, আর উপাচার্য নীরবে তা শ্রবণ করে গিয়েছেন। একটু প্রতিবাদও করেননি।