ফরিদপুরের সালথায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৫ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

রোববার (২৯ জুন) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, গ্রাম্য দলপক্ষের প্রভাব বিস্তার নিয়ে শনিবার দিবাগত রাতে মেহেরদিয়া গ্রামের জিলু মোল্যাকে মারধর করে সালাউদ্দিন কাজীর সমর্থকরা। খবর পেয়ে বিনোকদিয়া বাজারে নুরইসলাম মুন্সীর ছেলে মামুন ও রিপন সালাউদ্দিন কাজীর ভাই জালাল কাজী ও তার ছেলে শাহীন কাজীকে  মারধর করে। 

এর সূত্র ধরে রোববার সকালে নুরইসলাম মুন্সীর সমর্থকদের সাথে সালাউদ্দিন কাজীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৫টি বসতঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

দুইদিনের এই মারামারীতে জিলু মোল্যা, জালাল কাজী, পান্নু মোল্যা, মিনারা বেগমসহ ৫ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, মেহেরদিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিবেশ শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে৷ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews