নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় বহিষ্কৃত যুবদল নেতা ও শীর্ষ সন্ত্রাসী শামীমের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, চেক ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর সূত্র জানায়, দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ায় এই অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে শামীম ও তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

তবে অভিযানে শামীমের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, নগদ এক লাখ ৬০ হাজার টাকা, প্রায় ৩০ লাখ টাকার সমমূল্যের চেক, একটি পাসপোর্ট ও একটি ট্রেড লাইসেন্স।

সেনা সদস্যরা অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত রূপগঞ্জ থানায় হস্তান্তর করেন।

উল্লেখ্য, শামীম এক সময় রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। তবে সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়। এলাকায় তিনি ‘শুটার শামীম’ নামে পরিচিত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews