ছয় মাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছে প্রথম আলোর ই-পেপার। নতুন এই ই-পেপারে সবকিছু ঢেলে সাজানোর কাজ চলছে। প্রাথমিকভাবে ছয়টি সংস্করণ (নগর, চট্টগ্রাম, দক্ষিণ, উত্তর, সিলেট ও ময়মনসিংহ) নিয়ে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে প্রথম আলো ই-পেপার।

প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, নতুনভাবে চালু হওয়া এই ই-পেপার পড়তে হলে অনলাইনে পাঠকদের সাবস্ক্রাইব বা নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ন্যূনতম অর্থ দিতে হবে। সে জন্য তাঁরা বিশ্বের যেকোনো স্থান থেকে www.eprothomalo.com এই ওয়েবসাইটে ঢুকে নিবন্ধন করতে পারবেন। এ জন্য গ্রাহক ফি নির্ধারণ করা হয়েছে ১ মাসের জন্য দেশে ৫০ টাকা (বিদেশে ১ মার্কিন ডলার), ৬ মাসের জন্য দেশে ২৫০ টাকা (বিদেশে ৫ মার্কিন ডলার) এবং ১ বছরের জন্য দেশে ৪০০ টাকা (বিদেশে ৮ মার্কিন ডলার)। পাঠকেরা মোবাইল ব্যাংকিং, ভিসা কার্ড, ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট বা অর্থ পরিশোধ করতে পারবেন। তবে যেসব পাঠক জুলাই মাসে নিবন্ধন করবেন, তাঁরা এই মাসে বিনা মূল্যে পত্রিকার সব কটি সংস্করণ পড়তে পারবেন।
প্রতিষ্ঠার পর থেকে পাঠকদের কথা চিন্তা করেই কাজ করে যাচ্ছে প্রথম আলো। এ কারণে প্রথম আলো কর্তৃপক্ষ ছাপা পত্রিকার পাশাপাশি ই-পেপার বা ইলেকট্রনিক পত্রিকা চালু করে। চলতি বছরের জানুয়ারি থেকে ই-পেপার বন্ধ ছিল। পাঠকের চাহিদার কথা ভেবেই প্রথম আলো কর্তৃপক্ষ পুনরায় ই-পেপার চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, নতুনভাবে চালু হওয়া এই ই-পেপারে ভবিষ্যতে আরও কিছু সুযোগ-সুবিধা সংযোজন করা হবে। পাঠকেরা ই-পেপারসংক্রান্ত যেকোনো ব্যাপারে যোগাযোগ করতে পারবেন, ই-মেইল: epaper@prothom-alo.info এবং ফোন: ‍‍+৮৮০১৭০৮৪১১৯৯৭ নম্বরে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews