নয়া দিগন্ত অনলাইন

কামরান দুর্ধর্ষ, ফাইনালে পেশোয়ার

কামরান আকমলের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভর করে পাকিস্তান সুপার লিগের ফাইনালে ওঠে গেল পেশোয়ার জালমি। বুধবার তারা ১৩ রানে হারিয়ে দিয়েছে করাচি কিংসকে।
লাহোরে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে কামরানের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে পেশোয়ার করে ৭ উইকেটে ১৭০ রান। জবাবে করাচি ২ উইকেটে করে ১৫৭ রান। বৃষ্টির কারণে ২০ ওভারের বদলে খেলা হয় ১৬ ওভারের।

কামরানের ২৭ বলে ৭৭ রানই ছিল ম্যাচের প্রধান আকর্ষণ। এর ফলে পেশোয়ার টানা দ্বিতীয়বারের মতো পিএসএলের ফাইনালে ওঠে গেল। করাচি অবশ্য ভুল কৌশলের কারণে হেরে যায়। দ্বিতীয় উইকেটে ১১৭ রানের পার্টনারশিপ গড়েও তারা পিছিয়ে পড়ে। শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ৪৪ রানের। কিন্তুতা করার মতো সামর্থ্য থাকলেও তা প্রয়োগ করতে পারেনি।
তবে আকমলের ঝড়ো ইনিংসটিই ম্যাচের গতি পাল্টে দিয়েছিল। ২৭ বলে ৫টি চার আর ৮টি ছক্কার ঝলমলে ইনিংসের কাছে অন্য সবকিছুই ম্লান হয়ে গেছে।

২৪ মার্চ থেকে শুরু ডিপিডিসিএল-এর সুপার সিক্স
আগামী ২৪ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগের (ডিপিডিসিএল) সুপার সিক্স পর্ব। সুপার সিক্সের উদ্বোধনী দিন তিনটি ম্যাচ রয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল আবাহনী লিমিটেড ও ষষ্ঠ দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে লড়বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল লিজেন্ডস অব রূপগঞ্জ ও পঞ্চম দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একই দিন পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে থাকা খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও চতুর্থস্থানে থাকা প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব একে অপরের মুখোমুখি হবে।

২৪ মার্চ সুপার সিক্সের প্রথম পর্ব শুরু হবার পর ২৭ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। এরপর ৩০ মার্চ থেকে শুরু হবে সুপার সিক্সের তৃতীয় পর্ব।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগ পর্ব। গতকাল শেষ হয় লিগ পর্বের লড়াই। গেল দেড় মাসে লিগ পর্বে মোট ৬৬ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১২টি দলই একে অপরের মুখোমুখি হয়ে ১১টি করে ম্যাচে অংশ নেয়। ১২ দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়টি দল সুপার সিক্স নিশ্চিত করে। এরা হলো- আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রুপগঞ্জ, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews