গাজায় মানবিক সহায়তা সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা না করলে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের বিকল্প ব্যবস্থা বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস। মঙ্গলবার (২২ জুলাই) এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কায়া কাল্লাস লিখেছেন, গাজায় ত্রাণ নিতে আসা বেসামরিক মানুষদের হত্যার কোনও ব্যাখ্যা নেই। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার-এর সঙ্গে কথা বলেছি, যেখানে মানবিক সহায়তার সরবরাহ নিয়ে আমাদের পূর্বের সমঝোতা স্মরণ করিয়ে দিয়েছি এবং পরিষ্কারভাবে জানিয়েছি, আইডিএফকে (ইসরায়েলি বাহিনী) বিতরণ কেন্দ্রে মানুষ হত্যা বন্ধ করতে হবে।

চলতি মাসের শুরুতে কাল্লাস জানিয়েছিলেন, গাজায় সহায়তা প্রবাহ বৃদ্ধিতে ইসরায়েল সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাকের সংখ্যা বাড়ানো, আরও পারাপার পথ খোলা এবং বিতরণ কেন্দ্রগুলোর সঙ্গে সংযোগ রক্ষা।

তিনি বলেন, যদি ইসরায়েল নিজের প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে সব ধরনের বিকল্প উন্মুক্ত থাকবে।

এর আগের দিন সোমবার ২৫টি পশ্চিমা দেশ যৌথ বিবৃতিতে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। বিবৃতিতে তারা ফিলিস্তিনিদের প্রতি ‘অমানবিক হত্যাযজ্ঞ’ বন্ধ করার আহ্বান জানায়। ত্রাণ নিতে গিয়ে ৮০০ জনের বেশি বেসামরিক নিহত হওয়ার ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে দেশগুলো।

তবে এসব সমালোচনার জবাবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিবৃতি বাস্তবতা বিচ্ছিন্ন এবং এতে হামাসের প্রতি ভুল বার্তা যাবে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান ২১ মাসের যুদ্ধে এ পর্যন্ত ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews