কক্সবাজারের পেকুয়ায় চিকিৎসা শেষে মায়ের সাথে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে মুনতাকির (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন মা টুম্পা বেগম।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী ফতেআলী মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মগনামা ইউপির বাইন্যাঘোনা এলাকার রেজাউল করিমের ছেলে।
জানা যায়, সকালে ছেলে মুনতাকিরকে সঙ্গে নিয়ে পেকুয়া বাজারে চিকিৎসা নিতে যায় টুম্পা। চিকিৎসা শেষে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিল তারা। বানৌজা শেখ হাসিনা সড়কের মাতবর বাড়ির পয়েন্টে অটোরিকশা উল্টে ঘটনাস্থলে মারা যায় ছেলে মুনতাকির। গুরুতর আহত হন মা।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পেকুয়ার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক মুনতাকিরকে মৃত ঘোষণা করে।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন বলেন, দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই