বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনের একমাত্র ম্যাচে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা মুম্বাই নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে। 

জবাবে ব্যাট করতে নেমে পুরো ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি করতে পারেনি দিল্লি। 

১২৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নামা দিল্লির দুই ওপেনার প্রিথথী শ' ও শিখর ধাওয়ান ৪৯ রান করেন। কিন্তু এই জুটির বিদায়ের পর মুম্বাই বোলারদের তোপের মুখে ধস নামে স্বাগতিকদের ইনিংসে। মাঝে আক্সার প্যাটেল চেষ্টা করলেও ব্যবধান কমানো ছাড়া কিছুই হয়নি। দলীয় সর্বোচ্চ ৩৫ রান করেন ধাওয়ান। প্যাটেলের ব্যাট থেকে আসে ২৬ রান। 

মুম্বাই বোলারদের মধ্যে রাহুল চাহার সর্বোচ্চ ৩টি উইকেট নেন। জসপ্রিত বুমরাহ ২টি উইকেট দখল করেন।  এছাড়া হার্দিক পান্ডিয়া,  ক্রুনাল পান্ডিয়া ও লাসিথ মালিঙ্গা একটি করে উইকেট পান।



















টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে মুম্বাই। ৬.১ ওভারে ওপেনিং জুটিতে ৫৭ রান তোলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। রোহিত ৩০ রানে অমিত মিশ্রার বলে বোল্ড হন। আর ডি কক ব্যক্তিগত ৩৫ রানে রানআউট হন। 

মাঝে বেন কাটিং ২ ও সুরিয়া কুমার যাদব ২৬ রান করে বিদায় নেন। তবে শেষ দিকে দুই পান্ডিয়া ভাইয়ের ঝড়ো ব্যাটে ভালো সংগ্রহ পায় মুম্বাই। হার্দিক পান্ডিয়া ১৫ বলে ৩২ করে কাগিসো রাবাদার বলে আউট হন। তবে ক্রুনাল পান্ডিয়া ২৬ বলে দলীয় সর্বোচ্চ ৩৭ রান করে অপরাজিত থাকেন। 

দিল্লি বোলারদের মধ্যে রাবাদা ২টি এবং মিশ্রা ও আক্সার প্যাটেল একটি করে উইকেট পান। ম্যাচ সেরা হন হার্দিক পান্ডিয়া।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, এপ্রিল ১৯,  ২০১৯

এমএমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews