কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মো. জাহাঙ্গীর আলম তাঁর বাগানে ১১ প্রজাতির আম চাষ করেছেন। বাড়ির সামনের পরিত্যক্ত ডোবা ভরাট করে সেখানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এসব আমের চাষাবাদ করছেন তিনি। জাহাঙ্গীরের আশা, আমের মৌসুম শেষ হওয়ার পর এসব আম বাজারে উঠবে। তখন প্রতি কেজি আম বিক্রি হবে ৩০০ থেকে ৪০০ টাকায়।

পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী গ্রামে জাহাঙ্গীর আলমের (৫৬) বাড়ি। বাড়ির সামনের পরিত্যক্ত ৯ শতাংশ জায়গায় তিনি এ আমের বাগান গড়ে তুলেছেন। গত মঙ্গলবার জাহাঙ্গীরের আমবাগান ঘুরে দেখা যায়, গাছে ঝুলছে নানা রঙের বিভিন্ন প্রকারের আম। কাঁচাপাকা আমে ভরে গেছে বাগান। থোকায় থোকায় ঝুলছে হালকা খয়েরি, হালকা কাঁচা হলুদ ও সবুজ রঙের আম। পোকামাকড় থেকে রক্ষা করতে কিছু আম ফ্রুট ব্যাগে মুড়িয়ে রাখা হয়েছে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews