অস্ট্রেলিয়া চেষ্টা করছিল। আইসিসিও ঝুলিয়ে রাখছিল। কিন্তু শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ বোধ হয় এ বছর আর হচ্ছেই না। সিদ্ধান্ত হয়ে গেছে, মাস শেষের আইসিসি সভায় আনুষ্ঠানিক ঘোষণা আসতেই নাকি বাকি কেবল!

এ মাসের ২৮ তারিখে আইসিসির সেই সভা। করোনাভাইরাসের প্রভাবে অক্টোবর-নভেম্বরের এ টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসছে সেখানেই। ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে কারণটা, ‘টুর্নামেন্ট এ বছর হলে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তাতে অস্ট্রেলিয়ার আগ্রহী হওয়ার কোনো কারণ নেই। কারণ টিকিট বিক্রির বিশাল অঙ্কের অর্থ পাবে না। স্বাগতিক এবং অংশগ্রহণকারী হওয়ার ফি পাবে কেবল আইসিসি থেকে। সেটি তো পরবর্তী যেকোনো সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করলেই পাবে। তখন সঙ্গে পাবে টিকিট বিক্রির অর্থও।’স্থগিত এ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কবে? ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে হতে পারে, যে বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া খুব আগ্রহী না। টাইমস অব ইন্ডিয়া।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews